নিজস্ব সংবাদদাতা : ডলফিনের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার শ্যামপুরের শশাটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রূপনারায়ণ নদের পাড়ে একটি ডলফিনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
জানা গেছে, ডলফিনটি মাছ ধরার জালে আটকে পড়ে মারা গেছে। খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দপ্তরের কর্মীরা। বন দপ্তর সূত্রে জানা গেছে, ডলফিনটির মৃত্যুর কারণ জানতে তা ইতিমধ্যেই গড়চুমুক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।