নিজস্ব সংবাদদাতা : হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই অনুষ্ঠিত হতে চলেছে উলুবেড়িয়া পৌরসভার ভোট। শাসক থেকে বিরোধী সবপক্ষই প্রচারে ব্যস্ত। কোভিডের জন্য বড়ো জনসভা বন্ধ, তাই বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার সারলেন উলুবেড়িয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী অনামিকা মালিক। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
এদিন তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় শ্যামসুন্দরচক কলোনির মানুষের দ্বারে পৌঁছে গিয়েছিলেন এই তরুণী। অনামিকার কথায়, রাজ্যের বেকার যুবক-যুবতীরা শিক্ষা থেকে, চাকরি থেকে বঞ্চিত। চারিদিকে দুর্নীতি, শাসানি আর তোলাবাজি। এর থেকে বেরতে হবে আমাদের। আর মুক্তির পথ দেখাতে পারে বিজেপি।