নিজস্ব সংবাদদাতা : রাজ্যে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো গ্রামীণ হাওড়াতেও প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী ৮ ই জানুয়ারী ও ১৫ ই জানুয়ারী উলুবেড়িয়ার গরুহাটার হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
বুধবার উলুবেড়িয়ার রবীন্দ্র ভবনে একটি প্রশাসনিক বৈঠকের পর উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় দাস জানান, আমরা আগামী ৮ ই জানুয়ারী ও ১৫ ই জানুয়ারী গরুহাটার হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য, প্রত্যেক শনিবার উলুবেড়িয়া শহরের বুকে গরুহাটায় হাট বসে। বহু দূরদূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতারা হাটে আসেন। এবার কোভিডের সংক্রমণের জেরে সেই হাট বন্ধ রাখতে চলেছে প্রশাসন।