নিজস্ব সংবাদদাতা : খবরের পিছনেও লুকিয়ে থাকে খবর। সাংবাদিকরা শুধু খবর করেন না, নিজের অজান্তেই হয়ে ওঠেন সমাজ ও প্রকৃতির বন্ধু। সেরকমই নিদর্শন রাখলেন বাংলার অন্যতম জনপ্রিয় দৈনিকের সাংবাদিক উলুবেড়িয়ার সুব্রত জানা। মঙ্গলবার তিনি ফোন পেয়ে জানতে পারেন উলুবেড়িয়ার জেলেপাড়া ব্রীজের কাছে একটি উঁচু নারকেল গাছে একটি চিল মরনাপন্ন অবস্থায় ঘুড়ির সুতোয় আটকে রয়েছে। খবর পেয়েই পাখিটিকে বাঁচাতে তৎপর হন সুব্রত বাবু। খবর দেন বন দপ্তরে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
কিন্তু প্রায় ৭০ ফুট উঁচু নারকেল গাছে ওঠার মতো লোক না পাওয়ায় সমস্যা দেখা দেয়। এসব নিয়েই যখন টালবাহানা চলছে তখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন অরূপ সামন্ত নামের এক যুবক। যন্ত্রণায় কাতরাতে থাকা পাখিটিকে দেখে থাকতে না পেরে তিনি উঁচু নারকেল গাছটিতে উঠে পড়েন। বিপদকে উপেক্ষা করে তিনি পাখিটিকে উদ্ধার করতে উদ্যোগী হন। বেশ কিছুক্ষণের মধ্যে গাছে উঠে তিনি চিলটিকে উদ্ধার করে নামিয়ে আনেন। পাখিটির প্রাথমিক সুশ্রুষা করে অরূপ বাবু চিলটিকে মুক্ত করেন। সুব্রত বাবু ও অরূপ বাবুর এহেন প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন পরিবেশকর্মীরা।