নিজস্ব সংবাদদাতা : আবারও রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে একাধিক বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের জারি করা বিধিনিষেধ কার্যকর করতে ও মানুষকে মাস্ক পরাতে অভিযান শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গ্রামীণ হাওড়ার আমতার বিভিন্ন বাজারে অভিযান চালায় আমতা থানার পুলিশ। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে মাস্ক না পরার অভিযোগে এদিন আটজনকে আটক করা হয়েছে। আমতা থানার এক পুলিশ আধিকারিক জানান, মঙ্গলবার সকাল থেকে অভিযান শুরু হয়েছে। এই অভিযান চলবে। তিনি আরও জানান, নিয়মিত কোভিড সচেতনতায় মাইকিং চলছে ও মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে।