নিজস্ব সংবাদদাতা : বকেয়া ইন্সেন্টিভ মেটানো, কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধীতা, বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি নিয়ে আশা আমতা-১ ব্লকের আশাকর্মীদের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা আশাকর্মী ইউনিয়নের সভাপতি নিখিল বেরা, সম্পাদিকা মধুমিতা মুখার্জী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। নিখিল বেরা বলেন, দীর্ঘ করোনা পরিস্থিতিতে অত্যন্ত অন্যায় ভাবে একটার পর একটা অতিরিক্ত কাজ বিনা পারিশ্রমিকে আশাকর্মীদের দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
গত প্রায় দু’বছর ধরে ভীষণ রকমের আর্থিক অরাজকতা, কর্মক্ষেত্রে চূড়ান্ত হয়রানি নিয়ে নিজের জীবনকে বিপন্ন করে আশাকর্মীরা শরীর ও মনকে নিংড়ে দিয়ে কাজ করে চলেছে। তারপরও তারা ইন্সেন্টিভ সহ বিভিন্ন সুযোগসুবিধা থেকে বঞ্চিত। তার বিরুদ্ধেই আমাদের এই লড়াই। তিনি আরও বলেন, আগামী দিনে সংগঠনকে আরো সুসংহত করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে আগামী ৭ই জানুয়ারি কলকাতায় মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। এদিনের সম্মেলনে উদয়নারায়ণপুর ব্লক কমিটি গঠিত হয়।