নিজস্ব সংবাদদাতা : রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার বাগনান থানার আগুন্সী বেলতলা এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, ধৃতের নাম বুলবুল মোল্লা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
অভিযোগ, শুক্রবার রাত ১০ টা ৩০ নাগাদ বুলবুল মোল্লা তার ২-৩ জন সঙ্গীদের নিয়ে গিয়ে ওই এলাকায় বোমাবাজি করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় বুলবুলকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। ধৃতকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।