আমতায় পুলিশের উদ্যোগে ড্রাইভার ও খালাসিদের স্বাস্থ্য পরীক্ষা শিবির

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পথ নিরপত্তার উপর জোর দেওয়ার কথা বলেছেন। সেই মোতাবেক পুলিশের তরফেও রাজ্যজুড়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’ কর্মসূচি চলছে জোরকদমে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার আমতা থানা এলাকায় স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল।

পুলিশ সূত্রে জানা গেছে, আমতা থানা এলাকার একটি কারখানার ড্রাইভার ও খালাসিদের নিয়ে এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে অংশ নেন ৫০ জন ড্রাইভার ও খালাসি। সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করেন চিকিৎসকরা।

এক পুলিশ কর্তা জানান, শীতকালে অনেক সময় কুয়াশাজনিত সমস্যার জেরে দৃশ্যমানতা কম থাকে। তাই ড্রাইভার, খালাসিদের যাতে চোখে বা শরীরে কোনো সমস্যা না থাকে তার জন্যই এই উদ্যোগ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা মহকুমা পুলিশ আধিকারিক কৃষ্ণেন্দু ঘোষদস্তিদার, আমতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন গাঙ্গুলী সহ অন্যান্যরা।