নিজস্ব সংবাদদাতা : বুধবার কপ্টার দুর্ঘটনায় ভারতের প্রথম চিফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ ১৩ জনের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কপ্টার দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সদস্যরা ও হাওড়া গ্রামীণ জেলা বিজেপি। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
উলুবেড়িয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের ফুলেশ্বর টোটোস্ট্যান্ডে মোমবাতি জ্বালিয়ে জেনারেল বিপিন রাওয়াতের ছবিতে শ্রদ্ধা জানান শ্রমিক সংগঠনটির সদস্যরা। পাশাপাশি, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির তরফেও উলুবেড়িয়ার মনসাতলায় জেলা বিজেপির কার্যালয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডল সহ অন্যান্যরা।