নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হল উলুবেড়িয়ার মহকুমার অন্তর্গত কাটিলা আশা ভবন সেন্টারে। এই কার্যক্রমে উপস্থিতি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়ার মহকুমা শাসক, উলুবেড়িয়া ২ নং ব্লকের বিডিও, রাজাপুর থানার ওসি সহ বিভিন্ন ধরনের সেবা কর্মের সাথে যুক্ত অন্যান্য অতিথি বর্গ। আশা ভবন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের শুভ সূচনা হয় পদযাত্রার মাধ্য দিয়ে এবং তারপর সেখানে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে খেলাধূলারও আয়োজন করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
এই পদযাত্রায় অংশগ্রহণ করেন শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, পুরূষ ও মহিলা এবং তাদের অভিভাবকগণ। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী পুলক রায় আশা ভবন সেন্টারের কাজ সম্পর্কে ভূয়সী প্রসংশা করেন ও বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে থাকার সমস্ত রকমের আশ্বাস দেন। উল্লেখ্য, শারীরিক ভাবে বিশেষ সক্ষমদের নিয়ে কাজের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য আজকে রাজ্য সরকারের তরফে রাজ্য সম্মান পেয়েছেন আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরি বাড়ুই।