নিজস্ব সংবাদদাতা : বিজেপি যেদিন চাইবে পশ্চিমবঙ্গের কোথাও যেতে পারবেন না।খুব লম্ফঝম্পও করছেন দৌড়ঝাঁপ করছেন তৃণমূল নেতারা লিখে রেখে দিন ভালোভাবে লিখে রেখে দিন পশ্চিমবঙ্গের বাইরে কোথাও যেতে দেব না। হয় বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে নয় বাংলাদেশে পালিয়ে যেতে হবে। ত্রিপুরায় যেতে হলে আসাম দিয়ে যেতে হবে। ওখানে জমা করে নেয়া হবে। অন্য জায়গায় যেতে গেলে উড়িষ্যায় জমা করে নেয়া হবে তৃণমূল বাংলায় সন্ত্রাস বন্ধ করুন না হলে তৃণমূলের শেষের দিন আর বাকি নেই। পাশাপাশি তিনি বলেন আগে 273 টি আসনে প্রার্থী চূড়ান্ত করুন তারপর দিদি প্রধানমন্ত্রী হবেন। বাকি দলের সকলেই বলছে প্রধানমন্ত্রী হবেন। শুনে রাখুন আমাদের প্রধানমন্ত্রীর পদ আগামি 15 বছরে ভ্যাকেন্সি নেই। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের দাম কমালেও পশ্চিমবঙ্গ সরকার না কমানোয় উলুবেড়িয়ায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি এবং মিছিলে অংশগ্রহণ করে এই ভাষাতেই হুংকার দিলেন সায়ন্তন বসু। পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্রামীণের সভাপতি প্রত্যুষ মণ্ডলসহ বিজেপি নেতৃত্বরা। বিজেপির মিছিল উলুবেড়িয়া ফুলেশ্বর বাস স্ট্যান্ড থেকে উলুবেড়িয়া পৌরসভা পর্যন্ত যায়।