নিজস্ব সংবাদদাতা : বাগনানে অনুষ্ঠিত হলো হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান সমীর পাঁজা, তৃণমূলের জেলা সভাপতি অরুণাভ সেন, উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ, অমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল, হাওড়া জেলার জেলা পরিষদের সহ-সভাপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় দাস সহ একাধিক তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বিজয়া সম্মেলনীর পাশাপাশি তৃণমূলের শীর্ষ নেতারা তাদের বক্তব্যের মাধ্যমে কর্মীদের উজ্জীবিত করে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
প্রসঙ্গত, হাওড়ার সাংসদ প্রসূন বন্দোপাধ্যায় নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে হাওড়ায় না ঢুকতে দেওয়ার হুঁশিয়ারি দেন, সেই উক্তি সম্পর্কে উদয়নারায়নপুরের বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান সমীর পাঁজা ও জেলা সভাপতি তথা বিধায়ক অরুণাভ সেনের কাছে তাদের মতামত জানতে চাইলে তারা জানান, এটা ওনার ব্যক্তিগত মতামত, দলীয় নেতৃত্ব যদি মনে করেন কাউকে দলে নেবে সেটা দলীয় নেতৃত্বের ওপর পুরোপুরি ছেড়ে দেওয়া উচিত বা ছেড়ে দেবো আমরা। দলীয় নেতৃত্ব যেভাবে চাইবেন আমরা সেইভাবে কাজ করব। এছাড়াও এই কর্মসূচিতে এক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন।