নিজস্ব সংবাদদাতা : সাধারণ মানুষের রুটিরুজির অন্যতম স্তম্ভ লোকাল ট্রেন। করোনার জেরে দীর্ঘদিন এরাজ্যে লোকাল ট্রেন বন্ধ রয়েছে। আর তার জেরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বহু দিন আনা দিন খাওয়া মানুষ। এবার দক্ষিণ-পূর্ব রেলওয়ের হাওড়া-খড়গপুর শাখায় লোকাল ট্রেন চালানোর দাবিতে আগামী ২৫ শে অক্টোবর খড়গপুর ডিআরএম দপ্তরে বিক্ষোভ, ডেপুটেশন কর্মসূচি নিয়েছে নাগরিক প্রতিরোধ মঞ্চ নামক একটি সংগঠন। তারই সমর্থনে বাগনানে প্রচারাভিযান অনুষ্ঠিত হল। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
এই উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার করোণা সংক্রমন বৃদ্ধির অজুহাতে লোকাল ট্রেন চালু করছে না। অথচ এখন বিভিন্ন সভা, ধর্মীয় অনুষ্ঠান, বাজার হাট, ব্যাঙ্ক সহ সমস্ত অফিস খোলা। তাহলে লোকাল ট্রেন চালু করার ক্ষেত্রে বিধি- নিষেধ থাকছে কেন? ইতিপূর্বে বিভিন্ন স্টেশন ম্যানেজারকে এমনকি ডি.আর.এমের কাছে বিভিন্নভাবে এই বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি।
তাই আগামী 25 অক্টোবর সোমবার খড়্গপুরে দক্ষিণ-পূর্ব রেলের সদর দপ্তরে ডি.আর.এমের কাছে নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ-ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে। এরপরেও ট্রেন চালু না হলে প্রয়োজনে রেললাইন অবরোধ করা হবে বলেও সংগঠনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।