নিজস্ব সংবাদদাতা : ফের শিরোনামে উত্তরপ্রদেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশ মিশ্রর গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন আন্দোলনরত কৃষকরা। তারপরই কার্যত উত্তপ্ত জাতীয় রাজনীতি। এই ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গ্রামীণ হাওড়ার আমতায় প্রতীকী অবস্থান-বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করল হাওড়া জেলা কিষান ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
সোমবার বিকালে আমতার কলাতলা এলাকায় এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নির্মল মাজি, হাওড়া জেলা কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন চক্রবর্তী, উলুবেড়িয়া উত্তর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ আবদুল্লাহ, আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলী, প্রদেশ কিষাণ মোর্চার সদস্য আশিষশংকর মুখার্জী সহ অন্যান্যরা।
উল্লেখ্য, কৃষক আন্দোলন ঘিরে ধুন্ধুমার উত্তরপ্রদেশে। লখিমপুর খেরি এলাকায় গাড়ি চাপা পড়ে কয়েকজন প্রতিবাদী কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের জড়িত থাকার অভিযোগ করেছেন কৃষকরা। আশিসের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার দাবিও তুলেছেন তাঁরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল।