নিজস্ব সংবাদদাতা : বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরে ক্রমশ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। ঘূর্ণিঝড় না হলেও ব্যাপক বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। আর তাই আগে থেকেই সতর্ক প্রশাসন। ইতিমধ্যেই দিঘা সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় প্রশাসনের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে। খালি করে দেওয়া হয়েছে বিভিন্ন হোটেল।
ইতিমধ্যে দিঘাসহ শঙ্করপুর, তাজপুরে ১ কোম্পানি এনডিআরএফ দল মজুত রয়েছে। পর্যটক ও এলাকাবাসীর উদ্দেশ্য সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। জানা গেছে, সমুদ্রে কোনোভাবেই পর্যটকদের নামতে দেওয়া হচ্ছে না। যারা আসছেন তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে, সমুদ্র সৈকতে টহল দিচ্ছে এনডিআরএফের সদস্যরা।