নিজস্ব সংবাদদাতা : বুধবার তৃণমূল ও বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গ্রামীণ হাওড়ার বাগনান বিধানসভার মেনলক ও মতিমালা এলাকা। সেই সংঘর্ষের ঘটনায় তল্লাশি চালিয়ে ন’জনকে গ্রেফতার করল বাগনান থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারল চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
সূত্রের খবর, ধৃতদের মধ্যে পাঁচজন তৃণমূল কর্মী ও চারজন বিজেপি কর্মী হিসাবে এলাকায় পরিচিত। উল্লেখ্য, বুধবার তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বাগনান থানার ম্যানলক ও মতিমালা এলাকা। সূত্রের খবর, বুধবার ওই এলাকায় নির্বাচনী প্রচারে এসেছিলেন বাগনান কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম মল্লিক। তার সাথে ছিলেন কয়েক’শো বিজেপি কর্মী সমর্থক।
অভিযোগ, সেইসময় এলাকার তৃণমূল সমর্থকদের সাথে বচসা বেঁধে যায়। শুরু হয় হাতাহাতি। এরপরই দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। শুরু হয় ইটবৃষ্টি। বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর ও বোমাবাজির অভিযোগও উঠেছে। এই ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ রাতভর তল্লাশি চালিয়ে এই ঘটনায় ন’জনকে গ্রেফতার করে বলে জানা গেছে।