নিজস্ব সংবাদদাতা : হাওড়া স্টেশনে নজরদারি চালাতে গিয়ে উদ্ধার হল ২৫ টি স্টার টরটয়েজ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রেল সূত্রের জানা গেছে, প্রতিদিনের মতোই বুধবার রাতেও হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে নজরদারি চালাচ্ছিলেন আরপিএফের অ্যান্টি ক্রাইম বিভাগের আধিকারিকরা। নজরদারির সময় এক যাত্রীকে ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন আরপিএফের অ্যান্টি ক্রাইম বিভাগের সদস্যরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
সাথে সাথেই ওই ব্যক্তির ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে ২৯ টি কচ্ছপ। জানা গেছে, এই কচ্ছপগুলি বিভিন্ন হোটেল, রিসর্টের কৃত্রিম জলাশয়ের সৌন্দর্যায়নের কাজে ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, কচ্ছপগুলিকে দক্ষিণ ভারত থেকে আনা হচ্ছিল। ওই যাত্রীকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। কচ্ছপগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।