নিজস্ব সংবাদদাতা : সোমবারের মতো মঙ্গলবার ও হাতি আতঙ্ক হাওড়ায়। গতকাল হাওড়ার দ্বীপাঞ্চল উত্তর ভাটোরায় ঢুকে পড়েছিল দুটি হাতি। বনদফতরে দীর্ঘক্ষণের চেষ্টায় মুন্ডেশ্বরী নদী পেরিয়ে হুগলিতে পাঠানো হয়েছিল। উদ্দেশ্য ছিল সেখান থেকে তাদের জঙ্গলে ফেরত পাঠানো। কিন্তু সোমবার রাতেই জানা যায় হাওড়ার ঝিকিরা সংলগ্ন হুগলি জেলার হায়াতপুর এলাকায় ও গভীর রাতে হাতি দুটি ঢুকে পড়ে ঝিকিরা এলাকায়। সেখানে থেকে সিয়াগড়ী পর্যন্ত হাতি দুটি বনদফতরের নজরদারিতে থাকলে তার পরেই রাতের অন্ধকারে তাদের খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার পূর্ব ইসলামপুরের কোলে পাড়ায় একটি পরিত্যক্ত পান বোরোজের পার্শ্ববর্তী ঝোঁপের মধ্যে হাতি দুটিকে দেখতে পায় এলাকার লোকজন। খবর দেওয়া হয় জগৎবল্লভপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর ও পার্শ্ববর্তী পাঁচলা থানার পুলিশ। মাইকিং এর মাধ্যমে জনসাধারণকে সাবধান করার পাশাপাশি শুরু হয় ভীড় নিয়ন্ত্রণ। ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও সল্টলেক এর বনদফতরের কর্তা ও কর্মীরা। হাতি দুটি কে ঘুমপাড়ানি গুলি করে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বনদফতরের কর্মকর্তারা। সেইমতো সল্টলেক বন দফতর থেকে নিয়ে আসা হয় স্যুটার। হাতি দুটিকে নিয়ে যাওয়ার জন্য আনা হয় জে সি বি এবং দুটি বড় ট্রাক। হাতি দুটিকে ঘুমপাড়ানি গুলি করার পর সেগুলিকে ট্রাক পর্যন্ত নিয়ে আসার জন্য গাছ কেটে এবং খাল বুঝিয়ে অস্থায়ী ভাবে বানানো হয় রাস্তা। অবশেষে দুপুর আড়াইটা নাগাদ ঘুমপাড়ানি গুলি করা হয় হাতি দুটিকে। বনদফতর সুত্রে জানা গেছে হাতি দুটিকে পুরুলিয়ায় নিয়ে যাওয়া হবে।
সোমবারের মতো মঙ্গলবার ও হাতি আতঙ্ক হাওড়ায়
Updated on: