নিজস্ব সংবাদদাতা: বোনেদের সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা দিতে ও সামাজিক বৈষম্য দূর করতে অভিনব বোন ফোঁটার আয়োজন করলো ভাইরা। সকাল থেকেই সেজেগুজে উলুবেড়িয়ার স্থানীয় চন্ডীপুর অগ্রগ্রামী সংঘের সরস্বতী পূজোর মন্ডপে হাজির পারমিতা, রাজনন্দিনী রা। উপলক্ষটা শুধু পূজো নয় তার সাথে সেখানে পালিত হবে “বোন ফোঁটা” র অনুষ্ঠান। লাইন দিয়ে সব বোনেরা বসে পড়ার পরে, হাতে বিশাল থালায় প্রদীপ, মিষ্টি ও দই সাজিয়ে শঙ্খ ধ্বনির মধ্যে দিয়ে বোনেদের ফোঁটা দিল ভাইয়েরা। সাথে উপহার হিসেবে তুলে দিল একটি করে পেন। ভাই ফোঁটায় ভাইদের ফোঁটা দিতে অভ্যস্ত বোনেরা, এহেন বোন ফোঁটার আয়োজনে আপ্লুত। ফোঁটা নেওয়ার পর এক বোন পারমিতা দাস বলে এতদিন ধরে আমরা উপোস করে থেকে ভাইদের ফোঁটা দিতাম। আজ ভাইদের কাছ থেকে ফোঁটা পেয়ে খুব আনন্দ হচ্ছে। আগামী দিনে ও যাতে এই প্রথা বজায় থাকে। সংঘের সহ সম্পাদক কুনাল আদক বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত এলাকার সমস্ত ভাই বোনেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তাদের মধ্যে সুস্থ সম্পর্ক ও সদ্ভাব বজায় রাখতে আমাদের এই উদ্যোগ।
বোনেদের সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা দিতে ও সামাজিক বৈষম্য দূর করতে অভিনব বোন ফোঁটার আয়োজন করলো ভাইরা
Updated on: