নিজস্ব সংবাদদাতা : সাঁকরাইল-আমতা রুটে দুটি বাসে রেষারেষি করার সময় উল্টো দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার বোঝাই লরির সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন অন্ততপক্ষে ৩০ জন বাসযাত্রী। সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটেছে পাঁচলা থানার আমতা-রানীহাটি রোডের বেলতলার কাছে সোনার কেল্লা পার্কের সামনে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাওড়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে। বাকি আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে সাঁকরাইল-আমতা রুটের একটি বাস রানীহাটি মোড় ছেড়ে আমতার দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি রান্নার গ্যাস সিলিন্ডার বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে বাসটি পুরোপুরি উল্টো দিকে ঘুরে যায়। রাস্তার পাশে দাঁড় করানো একটি বাইক বাস ও লরির সংঘর্ষে ছিঁড়েচেপ্টা হয়ে যায়। এই দুর্ঘটনার ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। তাঁরা আহত যাত্রীদের বাস থেকে বের করে স্থানীয় গাববেড়িয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক বাস যাত্রীদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। অধিকাংশ যাত্রীর হাত-পা ভেঙেছে, বেশ কিছু যাত্রীর মাথা ফেটেছে। মানিকপুরের বাসিন্দা দেবব্রত দাস নামের এক আহত বাসযাত্রী জানান তাঁদের বাসটি অত্যন্ত গতিতে চলছিল। সামনে আর একটি বাস ছিল। তাঁদের বাসটি অনেক্ষণ ধরে সেই বাসটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। দুটি বাসের মধ্যে রেষারেষির সময় যখন সাঁকরাইল থেকে আমতা গামী বাসটি অপর বাসটিকে ওভারটেক করছিল সেই সময় উল্টো দিক থেকে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরি আসছিল। যার ফলে ওভারটেক করার সময় তাঁদের বাসটি সরাসরি লরির মুখে গিয়ে পড়ে। যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। লরিটি ছিটকে রাস্তায় ধারে চলে গেলেও তাঁদের বাসটি পুরোপুরি উল্টো দিকে ঘুরে যায়। এই ঘটনার পর পুলিশ দুটি গাড়িকেই আটক করলেও দুটি গাড়ির চালক পলাতক।
আমতা-রানীহাটি রোডে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত ৩০ জন
Updated on: