নিজস্ব সংবাদদাতা : উগ্রপন্থাকে সহ্য করা যায়না। এদের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হতে হবে। শনিবার রাতে বাগনান স্টেশনের সামনে কাশ্মীরে জঙ্গি হামলায় বীরগতি প্রাপ্ত জওয়ানদের শ্রদ্ধাঞ্জাপন আয়োজিত এক শোকসভায় এই মন্তব্য করেন ইসলাম ধর্ম গুরু সৈয়দ শাহ আতেফ আলি আল কাদেরী। উক্ত শোক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারদাআত্মানন্দজী মহারাজ, বাগনানের বিধায়ক অরুনাভ সেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভার শুরুতে বীরগতি প্রাপ্ত জওয়ানদের ছবিতে মাল্যদান ও নিরাবতা পালনের মধ্যে দিয়ে বীরগতি প্রাপ্ত জওয়ানদের শ্রদ্ধা জানানো হয়। একে অপরের সাথে পবিত্র কোরআন ও পবিত্র গীতা তুলে দেন সৈয়দ শাহ আতেফ আলি আল কাদেরী ও সারদাআত্মানন্দজী মহারাজ। ধর্মগুরু বলেন প্রকৃত ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা কখনও আতঙ্কবাদী হতে হতে পারেনা। আই এস আই, লস্করী তইবা, জৈশ ই মহম্মদ এর সংগঠন গুলি অশান্তির সৃষ্টি করছে। দেশের রক্ষার্থে সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সারদাআত্মানন্দজি বলেন কুচক্রে পড়ে কিছু যুবক এই ধরনের কাজ করছে। তাদের অভিভাবকদের বোঝাতে হবে তারা যে রাস্তা বেছে নিয়েছে তা ঠিক রাস্তা নয়। এলাকার বিধায়ক অরুনাভ সেন বলেন বন্দুকের নল দিয়ে কখনও উগ্রপন্থাকে শেষ করা যায়না। এই ধরনের ঘৃন্য কাজের প্রতিবাদ সবাই মিলে করতে হবে। তার অভিযোগ বীরগতি প্রাপ্ত জওয়ানদের বলিদানকে রাজনৈতিক স্বার্থে ব্যাবহার করছে একদল মানুষ। সেটা কখনোই কাম্য নয়।
বাগনানে জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জাপন বিভিন্ন ধর্মালম্বীর ধর্মগুরুর
Updated on: