নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া : দেউলটির বাঁকুড়দহ যুবক সমিতির উদ্যোগে পালিত হল ২৮ তম শিশু উৎসব । বাঁকুড়দহ কালীমাতা শীতলামাতা প্রাঙ্গণে তিনদিনের শিশু উৎসব উপলক্ষ্যে বসেছিলো যোগাসন,বসে আঁকো,আবৃত্তি,নৃত্য,ক্রীড়া,যেমন খুশি সাজো,ডান্স ডান্স রিয়ালিটি শো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এলাকার কঁচিকাঁচারা।স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি ছিলো বেবি শোর আসর ও শিশুদের একাল ও সেকাল নিয়ে মডেল প্রদশর্নী। শিশু উৎসবে নজর কেড়েছে স্হানীয় কৃষকদের আনা সবজি ও ফুলের সমারোহ দিয়ে সাজানো প্রদর্শনীর স্টল। শিশু উৎসবের উদ্বোধন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়েছিল।