নিজস্ব সংবাদদাতা : দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল এক স্কুল ছাত্র। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাগনান থানা এলাকার বাইনান ধর্মঘাটাতে দামোদর নদে। নিখোঁজ ছাত্রের নাম রাহুল দাস। সে বাইনানের পাল পাড়ার বাসিন্দা। স্হানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে এদিন সকাল এগারোটা নাগাদ বাইনান ধর্মঘাটার কাছে দামোদর নদী স্নান করতে নামে রাহুল দাস,অরিজিৎ দাস,সৌমজিৎ দাস। তিনজন মিলে দামোদর নদ পারাপার করার সময় স্রোতের টানে ভেসে যাতে রাহুলরা।
চিৎকার চেঁচামেচিতে স্হানীয় লোকজন ছুটে এসে অরিজিৎ ও সৌমজিৎ কে উদ্ধার করতে পারলেও তলিয়ে যায় রাহুল। এরা প্রত্যেকেই প্রত্যেকেই বাইনান বামনদাস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। স্হানীয় সুত্রে জানা গেছে স্কুল ছুটি থাকার কারনে এই তিন বন্ধু মিলে মাঝে মধ্যেই দামোদর নদে স্নান করতে আসে ।সেই মতো এদিন সকালেও তিনজনে দামোদরের জলে স্নান করতে নেমেছিলো। ছাত্রের নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার সাথে দামোদরের ধারে ভীড় করেন স্হানীয় লোকজন । এদিকে নদীতে ওই নিখোঁজ ছাত্রের খোঁজ শুরু করেছে পুলিশ। যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত ওই ছাত্রের খোঁজ মেলেনি ।
দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল এক স্কুল ছাত্র
Updated on: