নিজস্ব সংবাদদাতা : তৃনমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত উলুবেড়িয়ার বাউড়িয়া ফোর্ট গ্লষ্টার এলাকা। ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। আহত ৮ বিজেপি সমর্থক। ঘটনাস্থলে বাউড়িয়া থানার পুলিশ। অভিযোগ অস্বীকার তৃনমূলের। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বাউড়িয়া ফোর্ট গ্লষ্টার সি ব্লকে। অভিযোগ এই জায়গায় চোলাই মদের রমরমা চালাতো একদল দূস্কৃতি। বিজেপির নেতৃত্বে তার বিরুদ্ধে প্রশাসনের কাজে ডেপুটেশন জমা দিয়েছিলেন এলাকার বিজেপি সমর্থক বলে পরিচিত এলাকার লোকজন। তাদের অভিযোগ সেই চোলাই কারবারী ও তৃনমূল আশ্রিত ৪০ থেকে ৫০ জন দূস্কৃতি এদিন এলাকায় আসে এবং বিজেপি সমর্থকদের বাড়িতে ঢুকে ব্যাপক ইঁট বৃষ্টি ও বোমাবাজি শুরু করে।
বোমার আঘাতে আহত হয় তিন মহিলা কয়েকজন শিশু সহ ৮ জন বিজেপি সমর্থক। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাউড়িয়া হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দুই মহিলার আঘাত গুরুতর হওয়ায় তাদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি অভিযোগ চোলাই মদের ব্যাবসা বন্ধ হয়ে যাওয়ার ফলে তৃনমূলের কাটমানিতে টান পড়েছে। সেই কারণেই তৃনমূল আশ্রিত দূস্কৃতিরা এই ঘটনা ঘটিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃনমূলের পক্ষ থেকে জানানো হয়েছে এটি এলাকার দুটি ক্লাবের মধ্যে ঝামেলার ঘটনা। এর সাথে তৃনমূল বা রাজনীতির কোনো যোগ নেই। বিজেপি ইচ্ছাকৃত ভাবে বোমাবাজি করে তৃনমূলের নামে দোষ চাপাচ্ছে। বাউড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
চোলাই ব্যাবসা বন্ধ করে দেওয়ায় বিজেপি কর্মীদের বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে
Updated on: