নিজস্ব সংবাদদাতা : চলন্ত বাইকের উপর বিশালাকৃতি গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক যুবকের। আহত দুই যুবক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ বাগনান – শ্যামপুর রাস্তার নহলা এলাকায়। মৃত যুবক মফিজুল খান(২৫) শ্যামপুরের নোনাডাঙির বাসিন্দা। জানা গেছে এদিন দুপুরে চাঁপাবাড়ের শ্বশুরবাড়ি থেকে দুই বন্ধুকে বাইকে চাপিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন মফিজুল। নহলার কাছে হটাৎ করেই চলন্ত বাইকের উপর ভেঙে পড়ে রাস্তার পাশে থাকা একটি বিশালাকৃতির মেহগনি গাছ। বাইকে থাকা দুই বন্ধু বাইক থেকে ঝাঁপিয়ে নেমে গেলেও বাইক সহ গাছের নীচে আটকে পড়ে মফিজুল।
যন্ত্রনায় কাতরাতে থাকলেও কোনোভাবেই তাকে সেখান থেকে বের করা সম্ভব হয়নি। এরপরেই স্থানীয় বাসিন্দারা গাছটিকে কোনোপ্রকারে কেটে মফিজুলকে সেখান থেকে বার করে নিয়ে যায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই স্থানীয় বাসিন্দারা গাছটির মালিক কাঞ্চন মন্ডলকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি গাছটির গোড়াতে যথেষ্ট মাটি ছিলনা। বারবার বলা সত্ত্বেও গাছটি কাটতে রাজি হননি কাঞ্চন মন্ডল। পরে শ্যামপুর থানার পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাকার বাসিন্দা শ্যাম মেটে বলেন আরও বড় বিপদ ঘটতে পারতো। প্রশাসনের পক্ষ থেকে গাছের মালিকদের সজাগ করার কাজ শুরু করা হয়েছে। যাতে করে এই ধরনের দূর্ঘটনা না ঘটে। অন্যদিকে এই দূর্ঘটনার পর বাগনান-শ্যামপুর রাস্তায় দীর্ঘক্ষণ যানচলাচল ব্যাহত হয়। প্রায় ঘন্টা পাঁচেক পর গাছটিকে কেটে সরিয়ে নেওয়া হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
চলন্ত বাইকের উপর বিশালাকৃতি গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক যুবকের
Updated on: