নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া-আমতা ২ ব্লকের তাজপুর ও অমরাগড়ি মৌজায় আনুষ্ঠানিক ভাবে শুরু হল কৃষক বন্ধু প্রকল্পের জন্য কৃষকদের আবেদন জমা নেওয়া। এই প্রকল্পে যেমন রবি ও খরিপ ফসল চাষে একর প্রতি সর্বোচ্চ ৫০০০ টাকা অনুদান পাবেন চাষীরা পাশাপাশি ১৮ থেকে ৬০ বছর বয়সী চাষীরা স্বাভাবিক ও অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এককালীন ২ লক্ষ টাকা অনুদান ও পাবেন প্রকল্প ভুক্ত কৃষকেরা। অনুষ্ঠানের সূচনা করেন আমতা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল। উপস্থিত ছিলেন সহ কৃষি অধিকর্তা মহাদেব বারুই, কৃষি কর্মাধ্যক্ষ দেলুয়ার হোসেন মিদ্দা প্রমুখ। সুকান্ত পাল বলেন অন্য রাজ্যের কৃষকরা যখন অনাহারে মারা যাচ্ছেন, আত্মহত্যা করছেন তখন আমাদের রাজ্যে কোন কৃষক আত্মহত্যা করেনি। আমাদের রাজ্যে কৃষি জমির খাজনা ও মিউটেশন ফ্রি করেছে সরকার।কৃষক বন্ধু প্রকল্প আগামী দিনে দেশকে পথ দেখাবে।
কৃষক বন্ধু প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আমতায়
Updated on: