খলিসানি রথতলা শ্মশান মাঠে অনুষ্ঠিত হলো এক মাস ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। গত ডিসেম্বর মাসে ফুটবল লিগ এর মাধ্যমে শুরু হয়েছিল এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। ফুটবল লীগের পাশাপাশি পুরো জানুয়ারি মাস ধরে চলে সংগীত, নৃত্য ,বসে আঁকো প্রতিযোগিতা এবং ৮ দলীয় ভলিবল প্রতিযোগিতা। এছাড়াও গত ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তার জীবন সম্বন্ধীয় প্রবন্ধ রচনা প্রতিযোগিতা ও কুইজ কনটেস্ট এর আয়োজন করা হয়েছিল। ২৬ শে জানুয়ারি পুরস্কার বিতরণ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটলো এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার। কয়েক হাজার দর্শক সমন্বিত এই সমাপ্তি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাড়ু তথা দাবায় ১৯৯৯ সালের কমনওয়েলথ গেমসে চ্যাম্পিয়ন অতনু লাহিড়ি মহাশয় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রত্যুষ মন্ডল, খলিশানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মানষী দলুই প্রমুখ।
উলুবেড়িয়ার খলিশানীতে সম্পন্ন হলো একমাস ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Updated on: