নিজস্ব সংবাদদাতা : আগামীকাল উদ্বোধন হতে চলেছে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালের। তার আগেই হাসপাতালের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। মৃত মধুমিতা দাস(১৪) পাঁচলা থানা এলাকার সামন্তির বাসিন্দা। জানা গেছে বৃহস্পতিবার শ্বাসকষ্ট নিয়ে প্রথমে পাঁচলার গাববেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয় মধুমিতাকে। সেখানে থেকে তাকে পাঠানো হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে অক্সিজেন দেওয়ার পরামর্শ দেন। অভিযোগ ভর্তি করার প্রায় আধ ঘন্টা পর্যন্ত তাকে অক্সিজেন দেননি কর্তব্যরত স্বাস্থ্য কর্মীরা। এরপরেই বাড়ির লোকের চিৎকারে তাকে যখন অক্সিজেন লাগানো হয় ততক্ষণে মৃত্যু হয়েছে মধুমিতার। পরিবারের লোকজনের অভিযোগ কর্তব্যরত নার্স ও স্বাস্থ্য কর্মীদের বারবার অক্সিজেন দেওয়ার কথা বলা হলেও তারা তাদের কথায় কোনোরকম কর্নপাত করেনি। এরপরেই হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃতার পরিবারের লোকজন। তাদের দাবি হাসপাতালের কর্মীদের গাফিলতির বলেই মৃত্যু হয়েছে মধুমিতার। দোষীদের শাস্তির দাবি জানান তারা। পরে উলুবেড়িয়া থানার পুলিশ হাসপাতালে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধনের আগেই হাসপাতালের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ
Updated on: