নিজস্ব সংবাদদাতা:উলুবেড়িয়ার সরস্বতী পূজোয় থিমের ছোয়া। কোথাও মন্ডপ গড়ে উঠেছে বাহুবলী সিনেমা খ্যাত ময়ূরপঙ্খী নৌকা। কারো থিম ” মুক্তি” কোথাও বা মন্ডপের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে হারিয়ে যাওয়া ছেলেবেলার চিত্র। সব মিলিয়ে সরস্বতী আরাধনা জমে উঠেছে গোটা উলুবেড়িয়া মহকুমা জুড়ে। বাগনানের হিজলক স্পোর্টিং ক্লাবের সরস্বতী পূজো এই বছরে ৩৪ বছরে পদার্পণ করলো। বিগত বেশ কয়েক বছর ধরে মানুষের নজরকাড়া এই পূজোর এই বছরের থিম “মুক্তি”। বাঁশ, প্লাইউড ও থার্মোকলের তৈরী মন্ডপের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে পশু, পাখি থেকে মানুষ সকলের জীবনের মুক্তির আনন্দের প্রতিচ্ছবি। সাথে রয়েছে দর্শনীয় প্রতিমা। বাগনানেরই সমতাবেড়ে জুনিয়র ক্লাবের পূজো এই বছর ১৩ তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এই বছরের থিম হারিয়ে যাওয়া ছোটবেলা। বিভিন্ন মাটির তৈরী মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে হারিয়ে যাওয়া ছেলেবেলার নানান রকম স্মৃতি। উলুবেড়িয়ার বাজারপাড়া রাজদূত ক্লাবের থিম বাহুবলী ক্ষাত ময়ূরপঙ্খী নৌকা। দেবী অধিষ্ঠিত নৌকার উপর রয়েছে বাহুবলী ক্ষাত অমরেন্দ্র বাহুবলীর মাটির মডেল। সব মিলিয়ে নানারকম থিমের মধ্যে দিয়ে জমে উঠেছে উলুবেড়িয়ার সরস্বতী আরাধনা।
উলুবেড়িয়ার সরস্বতী পূজো জমে উঠেছে থিমের লড়াইয়ে
Updated on: