নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ায় ভোট প্রচারে দিলীপ ঘোষ। সোমবার বিকেলে আগামী লোকসভা নির্বাচনে উলুবেড়িয়ার বিজেপির প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি র্যালিতে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিকাল ৫ টা নাগাদ উলুবেড়িয়ার নিমদিঘী থেকে শুরু হওয়া এই র্যালিটি গোটা বানিবোন অঞ্চল প্রদক্ষিণ করে। বাদ্যযন্ত্র সহযোগে একাধিক টোটো নিয়ে এই র্যালিতে অংশগ্রহণ করেন বহু বিজেপি সমর্থক। হুড খোলা জিপে চেপে পাশে প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রার্থীর জন্য সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
র্যালিকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। দিলীপ বাবু বলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে টার্গেট করেছ। আপাতত বাংলায় নরেন্দ্র মোদী ৭টি, অমিত শাহ ৭ টি ও যোগী আদিত্যনাথ ৮ সভা করবেন বলে ঠিক হয়েছ। সংখ্যাটা আরও বাড়তে পারে বলেও তিনি জানান। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন রাজ্যে দুটি লোকসভাতেও প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। যথাসময়ে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হবে। যে দল প্রচারে যতই এগিয়ে থাকুক, আমরা মাঠে নামলেই সবার থেকে এগিয়ে যাবো। তিনি আরও বলেন পশ্চিমবঙ্গ থেকে ২৩ টা আসন জিতবে বিজেপি। কেন্দ্রে আবার নরেন্দ্র মোদী সরকার গঠন করবে এবং চলতি বছরেই বিধানসভা ভোট হবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে সরিয়ে কালিঘাটে পাঠানো হবে।
উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোট প্রচারে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
Updated on: