নিজস্ব সংবাদদাতা : টাটাসুমোর ধাক্কায় মৃত্যু হলো এক বছর বাইশের যুবকের। আহত আরো তিন। ঘাতক টাটাসুমোর চালকের কঠোর শাস্তি ও এই এলাকায় রাস্তায় ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবীতে বুধবার সকালে প্রায় দেড় ঘন্টা রাস্তা অবরোধ করে স্হানীয় বাসিন্দারা। পুলিশ সুত্রে জানা গেছে মৃত যুবক এন্তাজুল মল্লিক (২২) উলুবেড়িয়া থানা এলাকার পশ্চিম পারিজাত গ্রামের বাসিন্দা। স্হানীয় সুত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় উলুবেড়িয়া-শ্যামপুর রোডে পশ্চিম পারিজাতের কাছে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন এন্তাজুল সহ আরো তিন যুবক।ওই সময় গড়চুমুকের দিকে যাচ্ছিল একটি টাটা সুমো। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন টাটা সুমোটি দ্রুতগতিতে রাস্তা থেকে ফুটপাতে নেমে এসে ওই যুবকদের ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় এন্তাজুল মল্লিক,সেখ এমাবুল ও বেলাল হোসেনরা। ধাক্কা মারার পরই ঘটনাস্হল থেকে টাটা সুমো নিয়ে পালিয়ে যায় চালক।এরপর স্হানীয় লোকজন আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা এন্তাজুল মল্লিককে মৃত বলে ঘোষনা করেন।
গুরুতর আহত অবস্থায় বাকিরা উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। দুর্ঘটনার পরিপেক্ষীতে বুধবার সকালে পশ্চিম পারিজাতের কাছে উলুবেড়িয়া – শ্যামপুর রোড অবরোধ করে স্হানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ মদ্যপ অবস্থায় গাড়ী চালাচ্ছিলেন টাটাসুমোর চালক। তাদের আরো অভিযোগ এই রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে গাড়ী চলাচল করলোও তা নজরদারির জন্য পুলিশ কোনো ব্যবস্থা নেয় না।সকাল থেকে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ অবরোধ স্হলে পৌঁছায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় জনতা। পুলিশের প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। জানা গেছে ঘাতক টাটা সুমো ও তার চালককে আটক করেছে আটান্ন গেট তদন্ত কেন্দ্রের পুলিশ।
উলুবেড়িয়ায় টাটাসুমোর ধাক্কায় নিহত এক যুবক, আহত আরো তিন
Updated on: